এম এ রহিম চৌগাছা (যশোর) : বিএনপি জামায়াতের ডাকা হরতালের দিন রবিবার (২৯ অক্টোবর) যশোরের চৌগাছা ছিল আওয়ামীলীগের দখলে। সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ মিছিল করে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। অধিকাংশ দোকানপাট খোলা থাকলেও চৌগাছা থেকে কোন রুটে বাস চলাচল করেনি।
বিএনপি জামায়াতের কোন নেতাকর্মিকে পিকেটিং বা মিছিল করতে দেখা যায়নি। শহরে পুলিশের উপিস্থিতি ছিল চোখে পড়ার মত। আওয়ামীলীগের মিছিলগুলোর নেতৃত্বে ছিলেন আওয়ামীলীগের সাধারণ স¤পাদক মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড: মোস্তানিছুর রহমান, পৌর মেয়র নুর উদ্দীন আল মামুন হিমেল, এসএম সাইফুর রহমান বাবুল, যুবলীগ নেতা শরিফুল ইসলাম, মমিনুর রহমান, সিংহঝুলি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক প্রমুখ।
কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৩,/রাত ৯:০০