আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় কর্মরত আন্তর্জাতিক সংগঠনগুলোকে ইন্টারনেট সেবা দেবে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টার লিংক।
গত শুক্রবার রাতে ইসরায়েল বাহিনীর হামলায় অবরুদ্ধ গাজায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। ফলে পুরোপুরি ব্ল্যাকআউটে চলে যায় অঞ্চলটি। এর পরপরই এই ঘোষণা দেন ইলন মাস্ক।
রোববার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার গাজায় কর্মরত আন্তর্জাতিক সংগঠনগুলোকে ইন্টারনেট সরবরাহের ঘোষণা দেন টেসলা, স্পেসএক্স ও এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
পোস্টে তিনি লিখেন, ‘গাজায় কর্মরত আন্তর্জাতিক সহায়তা সংগঠনগুলোকে ইন্টারনেট সংযোগ সুবিধা দেবে স্টার লিংক।’ এছাড়া আরেকটি পোস্টে তিনি আরও লেখেন, ‘আমরা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক স্বীকৃত সহায়তা গোষ্ঠীগুলোকে সহযোগিতা দেব।’
তবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধীরে ধীরে ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধার করা হচ্ছে বলে জানিয়েছে ফিলিস্তিনের টেলিকমিউনিকেশন কোম্পানি পালটেল ও গ্লোবাল নেটওয়ার্ক মনিটর নেটব্লকস। রবিবার সংস্থাগুলো জানায়, ল্যান্ডলাইন, মোবাইল ও ইন্টারনেট পরিষেবা ফিরিয়ে আনার জন্য কাজ করছে তারা।
কিউএনবি/অনিমা/২৯ অক্টোবর ২০২৩,/দুপুর ১:০৬