স্পোর্টস ডেস্ক : প্রতিবেশি দেশ হওয়ার পরেও ভারতে খুব বেশি একটা খেলার সুযোগ পান না বাংলাদেশের ক্রিকেটাররা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ভারতে খেলার সুযোগ ‘উপভোগ’ করেন বলে মন্তব্য করেন তাসকিন। তিনি বলেন, ‘আমরা সবসময় ভারতে খেলতে পছন্দ করি কারণ এখানকার (ক্রিকেট সংশ্লিষ্ট) মানুষ ও সুযোগ সুবিধার জন্য। ক্রিকেটকে অনেক সমর্থন করে তারা। আমি ২০১৬ সালে ইডেনে খেলেছিলাম টি-২০ বিশ্বকাপে। আশা করছি আগামীকাল আবার খেলবো। খেলোয়াড় হিসেবে ভারতে আরও বেশি ম্যাচ খেলতে চাই।’
আসরের মাঝে কাঁধের ইনজুরিতে ভুগেছেন তাসকিন। তাকে নিয়ে বেশি সতর্কতা অবলম্বনের অংশ হিসেবে প্রোটিয়াদের বিপক্ষেও দেয়া হয় বিশ্রাম। এখন সুস্থ হয়েছে, অনুশীলনও করেছেন। এ প্রসঙ্গে বলেন, ‘কাঁধের এই ইনজুরিটা সর্বপ্রথম হয়েছিল দক্ষিণ আফ্রিকায় দু’বছর আগে। টেন্ডনের একটু টিয়ার আছে অনেক আগে থেকেই। এটা ম্যানেজ করেই খেলছি। এশিয়া কাপ, বিশ্বকাপে এই অস্বস্থি নিয়েই খেলছি। হঠাৎ করে এটা একটু বেড়ে গিয়েছিল, তখন ম্যানেজমেন্ট থেকে এমআরআই করে দেখেছে একটু ভেতরে ফুলে গিয়েছি। তাই কিছুদিন বিশ্রাম নিয়ে দেখেছি এখন সমস্যা নেই। আমি ব্যক্তিগতভাবে অনেক ভালো অবস্থায় আছি। খেললে দেখা যাবে কী হয়।’
মাঠে ফিরতে উন্মুখ তাসকিন জানান, ‘আমি সবসমই খেলতে চাই। ইনজুরির পর যখন আমাকে যুক্তরাজ্যে পাঠানো হয়েছিল, তখন সার্জন বলেছিলেন সার্জারি করলে ঠিক হয়ে যাবে কী না তার কোন নিশ্চয়তা নেই। তাছাড়া প্রায় বছরখানেক সময় লাগবে। আরেকটা সম্ভাবনা ছিল পুনর্বাসনের মাধ্যমে ফেরা। আমি প্রায় দেড় মাসের মতো পুনর্বাসন করে এই পর্যন্ত খেললাম। এখন হয়তো একটু বেড়েছে।
বিশ্বকাপের পর নিশ্চয় বিসিবি কোন বিশেষজ্ঞকে দেখানোর পরিকল্পনা করবে। আসলে সার্জারিটা একেবারে শেষ অপশন। আমিও চাই রিহ্যাব করে যতটা ম্যানেজ করা যায়, করতে। তবে এটা ঠিক ব্যাথাটা অনেক বেড়ে যায়, তখন শতভাগ দেওয়াটা কষ্ট হয়ে যায়। তবে ফাস্ট বোলারদের সবারই কমবেশি নিগেল থাকে। সেটা মেনেই খেলতে হয়।’সুস্থ তাসকিন কোন সমস্যা ছাড়াই মাঠে ছড়াক আগুনে বোলিংয়ের উত্তাপ। সঙ্গে বাংলাদেশকে পৌঁছে যাক জয়ের বন্দরে।
কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:০০