ডেস্কনিউজঃ ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য মিসরের রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে ত্রাণবাহী তৃতীয় গাড়িবহর প্রবেশ করেছে।
সোমবার (২৩ অক্টোবর) মিসরের রেড ক্রিসেন্ট সোসাইটি এক ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে।
পোস্টে বলা হয়েছে, মিসরের রেড ক্রিসেন্ট সোসাইটি তৃতীয়বারের মতো ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে। এতে প্রাথমিক চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে।
তবে ত্রাণবাহী এই তৃতীয় গাড়িবহরে ট্রাকের সংখ্যা কত ছিল, নির্দিষ্ট করে তা বলা হয়নি।
এদিকে আরব নিউজের এক প্রতিবেদনে মিসরের রেড ক্রিসেন্ট সোসাইটির এক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, এদিন গাড়িবহরে এক ডজনেরও বেশি ট্রাক ছিল।
এদিকে গাজার ২.৪ মিলিয়ন অধিবাসীদের মৌলিক চাহিদা পূরণের জন্য প্রতিদিন কমপক্ষে ১০০টি ট্রাক প্রয়োজন। কারণ, যুদ্ধ শুরুর আগে দেশটি তার চাহিদার চার শতাংশ বাইরে থেকে আমাদানি করতো। ১৩ দিনের অবরোধের পর তা শূন্যের কোটায় নেমে এসেছে। সেজন্য জাতিসঙ্ঘ প্রতিদিন ১০০টি ট্রাক প্রবেশের জন্য আহ্বান জানিয়েছে।
সূত্র : আলজাজিরা ও আরব নিউজ
কিউএনবি/বিপুল/২৩.১০.২০২৩/ সন্ধ্যা ৬.২৯