আন্তর্জাতিক ডেস্ক : ট্রাম্প প্রশাসন বাইডেন সরকারের অধীনে থাকা প্রায় ৩০ জন রাষ্ট্রদূতকে তাদের পদ থেকে প্রত্যাহার করে নিচ্ছে। ২৯টি দেশের রাষ্ট্রদূতদের জানানো হয়েছে যে তাদের মিশনে থাকা সময়ের মেয়াদ আগামী জানুয়ারিতে শেষ হবে। এই পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প প্রশাসন তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতির প্রতি সমর্থক কূটনৈতিকদের নিয়োগ দিতে চায়।
রাষ্ট্রদূতদের পরিবর্তন একটি সাধারণ প্রক্রিয়া বলে স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে। সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে আফ্রিকা, যেখানে ১৩টি দেশ এবং এশিয়া, যেখানে ৬টি দেশের রাষ্ট্রদূতরা পরিবর্তিত হয়েছেন।
এই পরিবর্তনগুলোর বিরুদ্ধে কিছু রাজনীতিবিদ এবং কূটনীতিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, যদিও প্রশাসন বলছে, রাষ্ট্রদূতরা প্রেসিডেন্টের অধিকারভুক্ত ব্যক্তিগত প্রতিনিধিরূপে কাজ করেন এবং এটি তার একান্ত বিষয় যে তিনি কারা তার প্রতিনিধি হতে চান।
কিউএনবি/ মহন / ২২ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ২:১১