স্পোর্টস ডেস্ক : ভারতের সব থেকে অভিজ্ঞ দুই ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যে মতের মিল হচ্ছে না। নিউজল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালে উত্তেজিত হয়ে কথা বলতে দেখা যায় দুজনকে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নিউজল্যান্ডের ইনিংসের ৩১ ওভার শেষে দেখা যায়, রোহিতকে এসে কিছু একটা বলছেন বিরাট। তাকে বেশ উত্তেজিত দেখায়। রোহিত তখন অন্যদিকে তাকিয়েছিলেন। কিছুক্ষণ পর তিনি বিরাটের দিকে তাকিয়ে কিছু বলেন। দেখে মনে হচ্ছিল, বিরাটের কথা পছন্দ হয়নি তার। বিরাট কিন্তু থেমে যাননি। তার পরও নিজের কথা চালিয়ে যান তিনি।
এই ভিডিও সামনে আসার পরেই জল্পনা শুরু হয়েছে। কী নিয়ে কথা হচ্ছিল রোহিত ও বিরাটের মধ্যে, তা অবশ্য জানা যায়নি। হতে পারে বোলিং বা ফিল্ডিং পরিবর্তন নিয়ে রোহিতকে কোনো পরামর্শ দিচ্ছিলেন বিরাট, যা ভারত অধিনায়কের পছন্দ হচ্ছিল না। যে সময় এ ঘটনা ঘটে, সেই সময় ভালো খেলছিলেন নিউজল্যান্ডের দুই ব্যাটার ড্যারিল মিচেল ও রাচিন রবীন্দ্র। কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারত। সেই কারণেও এই তর্ক হতে পারে মাঠের মধ্যে।
তবে ম্যাচশেষে দেখা যায়, রোহিত সবার আগে বিরাটকে জড়িয়ে ধরছেন। ম্যাচ শেষে বিরাটের ইনিংসের প্রশংসা শোনা যায় তার মুখে। রোহিত জানান, তাদের এখনো অর্ধেক পথ পার হওয়া বাকি। নিউজল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচে পাঁচ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত। এই ফর্ম পরের ম্যাচগুলোতেও ধরে রাখতে চাইছেন রোহিত।
কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:০৮