মোঃ আসিকুর রহমান,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে শনিবার বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী মরহুম আব্দুর রৌফ চৌধুরীর ১৬তম মৃত্যু বার্ষিকী পারিবারিক ও রাজনৈতিক ভাবে উদযাপন করা হয়েছে। সকাল ৮টায় মরহুমের গোর-এ শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মাহফিলে তার পুত্র নৌপরিবহন মন্ত্রণালয়ের মানণীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, আমার পিতা মরহুম আব্দুর রৌফ চৌধুরী তিনি শুধু আমাদের পারিবারিক অভিভাবকই ছিলেন না।
তিনি মানুষের জন্যেও নিবেদিত ছিলেন। তার মৃত্যু অবদি তিনি মানুষের জন্যে কাজ করেছেন। তার চিন্তার মধ্যে কখনও বৈষম্য ছিল না। তিনি প্রতিটি মানুষকে মানুষ হিসেবে দেখতেন। এটা তার চরিত্রের একটা অন্যতম বৈশিষ্ট। এই মানবিতা এবং মানুষের প্রতি ভালবাসা পরিবার থেকে যেমন পেয়েছেন তেমনি তিনি আমাদের মহাননেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সান্নিধ্যে থেকে তিনি এই জিনিসটি নিজের মধ্যে ধারণ করেছেন। তিনি জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত মানুষকে ভালবেসে গেছেন।
কিউএনবি/অনিমা/২১ অক্টোবর ২০২৩,/দুপুর ২:৩৭