বিনোদন ডেস্ক : অবশ্য শুধু বিবাদ মিটিয়ে বসেই নেই এ তারকারা। সম্প্রতি সালমান অভিনীত ‘টাইগার ৩’ সিনেমার একটি গানও করেছেন অরিজিৎ।
View this post on Instagram
৯ বছর আগে সালমান-অরিজিতের বিবাদ শুরু একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। সেখানে সেরা গায়কের পুরস্কার জিতেছিলেন অরিজিৎ। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব ছিল সালমানের ওপর। তিনি গায়কের সিধেসাধা পোশাক, পায়ে চপ্পল দেখে কটাক্ষ করার লোভ সামলাতে পারেননি।
সঙ্গে এ-ও বলেছিলেন, অরিজিৎ নাকি ঘুমিয়ে পড়েছিলেন। পাল্টা মিষ্টি করে গায়ক উত্তর দিয়েছিলেন, আপনারাই ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। মুখের ওপরে অপমান মেনে নিতে পারেননি সালমান। সেই থেকেই শুরু হয়েছিল বিবাদ।
কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:২৫