ডেস্ক নিউজ : ৩০ আয়াত বিশিষ্ট সুরা মুলক কোরআন মাজিদের ৬৭ নম্বর সুরা। এটা যত কষ্টই হোক প্রতিরাতে পড়ে ঘুমানোর চেষ্টা করবেন। প্রয়োজনে মুখস্থ করে নিন। প্রতিদিন এক এক আয়াত করে মুখস্থ করলে মাত্র ত্রিশ দিনে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে প্রতিরাতে সুরা মুলক পাঠ করবে তার জন্য কিয়ামতের দিন এটি সুপারিশ করবে। তাকে কবরের আজাব থেকে হেফাজত করবে।
হাদিসে ইরশাদ হয়েছে, হজরত আবু হুরায়রা (রা.) সূত্রে বর্ণিত। নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোরআনে তিরিশ আয়াতবিশিষ্ট একটি সুরা রয়েছে। সুরাটি তার পাঠকের জন্য সুপারিশ করবে, শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হবে।
সুরাটি হচ্ছে তাবারকাল্লাজি বিইয়াদিহিল মুলক (অর্থাৎ সুরা মুলক)।-সুনানে আবু দাউদ : ১৪০০ আরেক হাদিসে হজরত ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, ‘যে ব্যক্তি প্রতি রাতে তাবারাকাল্লাজি বিইয়াদিহিল মুলক পড়বে, আল্লাহ তাকে এই সুরার মাধ্যমে কবরের আজাব থেকে বাঁচিয়ে রাখবেন।’-সুনানে নাসায়ি: ৭১১
কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৩,/দুপুর ১:২১