মোঃ আমজাদ হোসেন রাজশাহী জেলা প্রতিনিধি : জাতীয়ভাবে সারাদেশের ন্যায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট বঙ্গবন্ধুর সঙ্গে নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, শেখ রাসেলের জন্মদিন “শেখ রাসেল দিবস” হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে।
এ বছর শেখ রাসেল জাতীয় দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে— “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়।” বুধবার (১৮ অক্টোবর) সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখান থেকে একটি র্যালি বের হয়৷ র্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এরপরে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোঃ আলী মাজরুই রহমান ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার নার্স-ব্রাদার বৃদ্ধ । আলোচনা সভা শেষে শহীদ শেখ রাসেলসহ তার পরিবারের নিহত সদস্যদের বিদ্রেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। ।
কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৩৮