ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, বিদেশে উন্নত চিকিৎসা, নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ গত ৪ অক্টোবর ঢাকায় পেশাজীবী কনভেনশনে গৃহীত ২০ দফা প্রস্তাবনা সম্বলিত প্রচারপত্র বিলি করেছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের গাজীপুরের নেতারা।
এছাড়াও উপস্থিত ছিলেন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এ্যাবের কেন্দ্রীয় সদস্য সচিব প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের গাজীপুর শাখার সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, গাজীপুর মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম শামীম, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-জেটেব গাজীপুরের সভাপতি ইঞ্জিনিয়ার সুলতান হোসেন শিশির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম মোল্লা, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, অ্যাডভোকেট এরশাদ হোসেন, অ্যাডভোকেট কামরুল হাসান রাসেল, জেলা জিয়া পরিষদের সাবেক নেতা আসাদুজ্জামান সোহেল প্রমুখ।
এর আগে নেতারা সকাল ১০টার দিকে নগরীর বাসন থানার চাঁন্দপাড়ায় বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলমের বাবা প্রয়াত বিএনপি নেতা আব্দুল হামিদ মন্ডলের কবর জিয়ারত করেন। আব্দুল হামিদ মন্ডল গত ১১ অক্টোবর বার্ধক্যজনিত কারণে মারা যান।
কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৪৮