স্পোর্টস ডেস্ক : ধর্মশালার নয়নজুড়ানো মাঠে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। বৃষ্টির জন্য টসের সময় খানিকটা পিছিয়ে দিয়েছিলেন ম্যাচ রেফারি। দুপুর আড়াইটায় টস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ধর্মশালায় আবারও হানা দিয়েছে বৃষ্টি। পিচও ঢেকে রাখা হয়েছে।
এবারের বিশ্বকাপ অভিযান দুর্দান্তভাবে শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কা আর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে প্রতাপের সঙ্গে হারিয়ে বেশ চনমনে মেজাজে আছে প্রোটিয়ারা।
অন্যদিকে ডাচরা হেরে গেছে নিজেদের দুই ম্যাচেই। তারা চাইবে প্রোটিয়াদের হারিয়ে আফগানদের মতো অঘটনের জন্ম দিতে। নিজেদের সবশেষ দেখায় প্রোটিয়াদের বিপক্ষে জয় তুলে নিয়েছিল নেদারল্যান্ডস।
কিউএনবি/অনিমা/১৭ অক্টোবর ২০২৩,/দুপুর ২:৪৯