স্পোর্টস ডেস্ক : আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচে টস করার সময় স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে বাবর আজমকে দেখানোর সঙ্গে সঙ্গেই বিদ্রুপের সুর তোলেন মাঠে থাকা দর্শকেরা। আর এই ঘটনায় চরম বিরক্তি প্রকাশ করেছেন ভারতের সাবেক তারকা ওপেনার গৌতম গম্ভীর।
ম্যাচ চলাকালীন সময়ে টেলিভিশন সাক্ষাৎকারে এই বিষয়টি নিয়ে গম্ভীর বলেন, ‘নিজের দেশকে অবশ্যই সমর্থন করুন কিন্তু সফরকারীদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আমাদের মনে রাখতে হবে তারা আমাদের অতিথি এবং তারা এখানে বিশ্বকাপ খেলতে এসেছে।’গম্ভীর মনে করেন আমাদের দর্শকদের এটি বুঝতে হবে যে তারা যেহেতু আমাদের অতিথি, তাদের সঙ্গে খারাপ আচরণ করা মোটেও শোভন দেখায় না।
আহমেদাবাদে প্রতিপক্ষের প্রায় ১ লাখ ৩০ হাজার দর্শকের সামনে দাঁড়াতেই পারেনি বাবর-শাহিনরা। শুরুতে পাকিস্তানের ব্যাটসম্যানরা নাস্তানাবুদ হয়েছেন জাসপ্রিত বুমরাহ ও কুলদীপ যাদবদের কাছে। শেষ ৭ উইকেট তারা হারায় মাত্র ৩৬ রানে। পরে এক রোহিতের ব্যাটের সামনে পাত্তা পাননি শাহিন শাহ আফ্রিদি-হারিস রউফরা।
কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৩,/রাত ৮:০৫