স্পোর্টস ডেস্ক : আহমেদাবাদে শনিবার (১৪ অক্টোবর) বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৯১ রানে ধসে গেছে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। সহজ লক্ষ্য তাড়ায় ব্যাট করছে ভারত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩১ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। ৪ চারের মারে ১১ বলে ১৬ রান করে সাজঘরে ফিরেছেন গিল। ক্রিজে থাকা রোহিত শর্মাকে সঙ্গ দিতে মাঠে নেমেছেন বিরাট কোহলি।
ওয়ানডে ক্রিকেটে চলতি বছরটা স্বপ্নের মতো কাটিয়েছেন শুভমান গিল। বিশ্বকাপের বছরে এখন পর্যন্ত ২১ ওয়ানডে খেলে ১২৩০ রান করেছেন। ১০৫ স্ট্রাইক রেটে তার গড় রান ৭২.৩৫। মাত্র ৯ মাসেই ৫ সেঞ্চুরির পাশাপাশি ৫টি অর্ধশতকের মালিক হয়েছেন তিনি।
বিশ্বকাপ শুরুর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৭৪ রান করার পর দ্বিতীয় ম্যাচে করেছিলেন ১০৪ রান। সিরিজের শেষ ম্যাচে অবশ্য তাকে বিশ্রামে রেখেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু কে জানতো, ইনফর্ম এ ব্যাটারকে বিশ্রাম দিতে হবে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেও। কারণ আসর শুরুর হওয়ার আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তিনি। যার কারণে খেলা হয়নি অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে। অর্ধ মাসের বিশ্রাম শেষে আসরের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে ফিরেছেন তিনি। তবে প্রত্যাবর্তনটা রাঙাতে পারেননি এ ব্যাটার। আগ্রাসী ব্যাটিংয়ে শাহিন আফ্রিদি ও হাসান আলীকে চার বাউন্ডারি হাঁকিয়ে আউট হয়েছেন ১৬ রান করেই।
এর আগে আহমেদাবাদে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিংয়ে বড় সংগ্রহের বার্তা দিলেও মাত্র ৩৬ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে দুইশর আগেই গুটিয়ে যায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করে বাবর আর রিজওয়ান থামেন ৪৯ রানে। ২টি করে উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেন জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ সিরাজ
কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৩৪