আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হামলা ও ইসরাইলে হামাসের আক্রমণকে একই সুতোয় গাঁথলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কোপেনহেগেনে ন্যাটোর সংসদীয় সভায় তিনি বলেন, একই গোয়ালের গরু তারা, পার্থক্য হলো প্রথমটি একটি সন্ত্রাসী রাষ্ট্র (রাশিয়া) আর দ্বিতীয়টি একটি সন্ত্রাসী সংগঠন (হামাস)। খবর আলজাজিরা ও সিএনএনের।
জেলেনস্কি বলেন, ইসরাইলের আত্মরক্ষার অধিকার প্রশ্নাতীত। এই ‘সন্ত্রাসী হামলার’ আশপাশের সব বিবরণ অবশ্যই প্রকাশ করা উচিত যেন বিশ্ব জানে এবং যারা এ হামলা চালাতে সহায়তা করেছিল, তাদের প্রত্যেককে জবাবদিহির আওতায় আনতে পারে। এরপর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি ফোনে কথাও বলেন ভলোদিমির জেলেনস্কি। এসময়ও ইসরাইলিদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
প্রসঙ্গত, ইসরাইল ফিলিস্তিন যুদ্ধ তৃতীয় দিনে গড়িয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩১০ জনের। এর মধ্যে ইসরাইলি ৮০০ জন এবং ফিলিস্তিনিদের সংখ্যা ৫১০ জন। দুই দেশের স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।
কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৪৩