ডেস্কনিউজঃ নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন। ২৬.১ ওভারে ভয়ঙ্কর হয়ে ওঠা উইল ইয়ংকে ফিরিয়ে দ্বিতীয় উইকেটের দেখা পায় নেদারল্যান্ডস। তবে বড় সংগ্রহের দিকেই হাঁটছে কিউইরা।
উইল ইয়ংকে ফিরিয়ে রাচিন রবিন্দ্রের সাথে তার ৭৭ রানের জুটি ভেঙেছে কমলা বাহিনী। তবে আউট হওয়ার আগে খেলেছেন ৮০ বলে ৭০ রানের ইনিংস।
ভারতের হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সোমবার মুখোমুখি হয়েছে দু’দল।
টসে হেরে ব্যাট করতে নেমে বেশ দেখেশুনে শুরু করে নিউজিল্যান্ড। প্রথম তিন ওভার মেইডেন দেয় তারা, করেনি কোনো রান। তবে এরপর পাল্টা আক্রমণ চালান ইয়ং ও ডেভন কনওয়ে।
দু’জনের জুটি থেকে আসে ১২.১ ওভারে ৬৭ রান। কনওয়ে ৪০ বলে ৩২ করে ভেন ডার মিরির শিকার হন।
এই মুহূর্তে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩০ ওভারে ১৭১। রাচিন রবিন্দ্র ৪৩ বলে ৪০ ও ডেরিয়েল মিচেল অপরাজিত আছেন ১৮ বলে ১৯ রানে।
কিউএনবি/বিপুল/০৯.১০.২০২৩/ বিকাল ৫.৪৯