বিনোদন ডেস্ক : গেল বছর আলিয়া ভাট, শেফালি শাহ ও বিজয় বার্মাকে নিয়ে ‘ডার্লিংস’ নির্মাণ করেছিলেন জেসমিত কে রিন। এটি ছিল তার প্রথম নির্মাণ। নতুন খবর হলো, দ্বিতীয় সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। জানা গেছে, হিন্দি সিনেমার সর্বাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব মধুবালার বায়োপিক নির্মিত হতে যাচ্ছে। সিনেমাটি পরিচালনা করবেন জেসমিত কে রিন। সিনেমাটির লেখক হিসেবেও থাকবেন তিনি।
পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, একটি সূত্র প্রকাশ করেছে, বায়োপিকটি এখন লেখার পর্যায়ে রয়েছে। মধুবালার জীবনে অনেকগুলি দিক রয়েছে এবং নির্মাতারা স্পষ্ট যে স্ক্রিপ্ট আছে সেটা তার উত্তরাধিকারকে নায্য মূল্যায়ন করবে শুটিংয়ে যাওয়ার আগে। নারী শক্তিশালী চরিত্র লেখার বিষয়ে জেসমিতের অসাধারণ দক্ষতা রয়েছে।
সূত্রে জানা গেছে, প্রথম সারির অভিনেত্রীর খোঁজ চলছে। যেকোন অভিনেত্রীর জন্য এটা স্বপ্নের মতো, যে কেউই করতে চাইবে। নির্মাতারা সম্ভাব্য সেরা গল্প নিয়ে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ যা প্রয়াত মধুবালার গৌরবময় জীবনের সাথে সম্পূর্ণ ন্যায়বিচার করে।
জানা গেছে, বায়োপিকটি বর্তমানে স্ক্রিপ্টিং চলছে। ২০২৪ সালে ছবিটির প্রি-প্রোডাকশন শুরু হবে। ছবিটি নির্মিত হবে মধুবালা ও তার ছোট বোনের মধুবালা ভেঞ্চারস প্রাইভেট লিমিটেড এবং ব্রিউয়িং থটস প্রাইভেট লিমিটেডের অধীনে।
মধুবালা ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে সুন্দরী ও লাস্যময়ী নায়িকা। তার পুরো নাম মমতাজ জাহান দেহলভী। সমসাময়িক নার্গিস এবং মীনা কুমারীর বিপরীতে তাকে হিন্দি সিনেমার সর্বাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয়। ব্যক্তিজীবনে তিনি দিলীপ কুমারের সঙ্গে সম্পর্কে জড়ান। কিন্তু তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। পরে তিনি কিশোর কুমারকে বিয়ে করেন।
১৯৪৯ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত মাত্র ২৯ বছরের অভিনয় জীবনে প্রায় ৭০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘মুঘল-ই-আজম’ (১৯৬০) মধুবালার জীবনের শ্রেষ্ঠ সিনেমা।
সূত্র: বলিউড হাঙ্গামা, পিংক ভিলা
কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৩,/রাত ৯:০৩