বিনোদন ডেস্ক : জনপ্রিয় গায়িকা ডলি সায়ন্তনীর তিন মেয়ে। বড় মেয়ের বিয়ে দিয়েছেন তিনি। জানা যায়, ডলির বড় মেয়ের পুরো নাম নুসরাত জাহান কথা। কথার বরের নাম সাজিদ রহমান প্রিন্স। গত শুক্রবার (৬ অক্টোবর) বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। বিয়েতে খুব বেশি লোক না জানলেও কাছের মানুষরা ছিলেন। ছিলেন সঙ্গীত অঙ্গনের কিছু তারকারাও। আরও জানা যায় বিয়েতে উপস্থিত ছিলেন আসিফ, কবির বকুল, দিনাত জাহান মুন্নী, আলমআরা মিনুসহ অনেকেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেছেন গায়ক আসিফ। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘বড় মেয়ের বিয়ে দিয়ে শাশুড়ি হয়ে গেল প্রিয় ডলি সায়ন্তনী। আমার কাতারে স্বাগতম বন্ধু। নুসরাত জাহান কথা ও সাজিদ রহমান প্রিন্স—তোমরা দাম্পত্য জীবনে অনেক সুখী হও। আনন্দে বাঁচো। ভালবাসা অবিরাম।’আরেক সঙ্গীতশিল্পী আলম আরা মিনু তার ফেসবুকে লিখেছেন, আজ আমার অনেক প্রিয় মানুষ, অসাধারন কণ্ঠের অধিকারীনি জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর প্রথম কন্যা কথা’র শুভবিবাহ খুব সুন্দরভাবে সম্পন্ন হলো।
তিনি আরও বলেন, পারিবারিক পরিমন্ডলে বন্ধুজনের আগমনে ইমানুয়েলস এর হলটা বেশ জ্বল জ্বল করছিল। খুব ভাল লাগছিল সবাইকে একসাথে পেয়ে। সকলের হাস্যজ্বল প্রানবন্ত মূহুর্তের কিছু অমলীন ছবি চেষ্টা করলাম আমার ফোনের ক্যামেরায় একটু ধরে রাখতে। আরও জানা যায়, ডলি সায়ন্তনীর মেয়ে জামাই সাজিদ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন। সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ডলির মেয়েও পড়াশোনা করেছেন মালয়েশিয়াতে।
কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৪০