বিনোদন ডেস্ক : সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘খুফিয়া’। আর এ সিনেমার মধ্য দিয়ে বলিউডের অভিষেক হলো বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। মুক্তির পর থেকেই ভালো সাড়া পাচ্ছেন অভিনেত্রী। এদিকে রোববার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে ‘খুফিয়া’ সিনেমাটি দেখে বাঁধনকে নিয়ে মন্তব্য করেছেন অভিনেত্রী বন্যা মির্জা।
তিনি তার পোস্টে লেখেন, ‘চোখের সামনে নটী হয়ে উঠলেন তিনি। একজন লাক্স ফটো সুন্দরী, ভারী মেকআপ করে তিনি কেবল মাত্র সুন্দরের প্রতিযোগীতায় অংশ নিয়ে যা শিখেছিলেন তাই সম্বল করে বাংলাদেশের টেলিভিশন মিডিয়ার তারকা হয়ে ছিলেন। তার হয়তো জানা বোঝার দরকার হয়নি যে অভিনেতা হতে হবে। অনেক ঝড় সামাল দিয়ে তিনি জেনেছেন তারকা না অভিনেতা হতে হবে। তার জন্য তিনি একটু একটু করে তৈরি করেছেন নিজেকে।’
আজমেরী হক বাঁধন তুমি করে দেখালে। আর আমরা দেখলাম যে কিভাবে একজন নটীর জন্ম হয়! অভিনেত্রী আরও বলেন, ‘বাঁধন কানে গেছেন। দারুন অভিনয় করেছেন। তবু আমি বাঁধনকেই দেখেছি। আমি হিন্দি সিনেমার ফ্যান না। বাঁধনের জন্যই দেখেছি। কিন্তু কোথাও আমি তাকে দেখিনি! হিনাকে দেখলাম। হিনার জীবন দেখলাম। ডায়লগ, গেসচার, এক্সপ্রেশন সকল মিলে অনবদ্য। একজন অভিনেতার জীবনে এইটুকুই সত্য। যে সে হয়ে ওঠে অন্য আরেকজন! আমি অভিভূত!’
কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৩৪