স্পোর্টস ডেস্ক : ভারতে চলছে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। ক্রিকেটের এই বৈশ্বিক আসরের সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
বাংলাদেশ দলের লক্ষ্য নিয়ে কোচ বলেন, ‘সবাই তো বিশ্বকাপ জিততে চায়। তবে বাস্তবতা বিচারে ৪ থেকে ৫টি ম্যাচ জিতলেই সেমিফাইনালে ওঠার সুযোগ থাকবে। এটাই আমাদের প্রথম লক্ষ্য। আমাদের দলটা এই লক্ষ্য পূরণ করার মতোই। আমাদের প্রথম লক্ষ্য হলো সেমিফাইনালে ওঠা।’
হাথুরুসিংহে আরও বলেন, ‘লোকে স্বপ্ন দেখে। লোকে লক্ষ্য স্থির করে-যে শব্দই ব্যবহার করুন না কেন, ব্যাপারটা আসলে একই। আমরা বিশ্বকাপে ভালো খেলতে চাই এবং ম্যাচ জিততে চাই। আমার লক্ষ্য এটাই। যেটা বললাম, লক্ষ্য হলো সেমিফাইনালে ওঠা। এটাকে আপনি স্বপ্ন কিংবা লক্ষ্য, যা খুশি বলতে পারেন।’
কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:২৫