খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : ছয় মাস বয়সী অসুস্থ সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল একটি দানব আকৃতির গুইসাপ। ভ্যান চালক সড়কে গুইসাপ দেখে কিংকর্তব্য বিমুখ হয়ে হারিয়ে ফেলেন নিয়ন্ত্রণ। উল্টে যায় অসুস্থ শিশু ও তার বাবা-মাকে বহনকারী ভ্যান। গুরুতর আহত হয় শিশুর মা সাদিয়াতুস হালিমা। আহত হয় শিশুটির পিতা রায়হান শিকদার ও ভ্যান চালক। তবে শিশুটির কোন ক্ষয়ক্ষতি হয়নি। শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে শরীয়তপুর সদর উপজেলার চরোসুন্দি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক সাদিয়াকে মৃত্যু ঘোষণা করেন।
নিহত সাদিয়াতুস হালিমা শরীয়তপুর গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের বালিকুরি গ্রামের রায়হান শিকদারের স্ত্রী ও একই ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের আবুল হোসেন বেপারীর মেয়ে। ভ্যানচালক ও নিহত সাদিয়ার পরিবার সূত্রে জানাগেছে, শিশু স্বাদ রাইয়ানের (৬ মাস) চিকিৎসার জন্য তার মা সাদিয়া ও বাবা রায়হান ভ্যানগাড়ি যোগে নাগের পাড়া থেকে সুবচনী বাজারে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথিমধ্যে চররোসুন্দি প্রাথমিক বিদ্যালয় এলাকায় পৌঁছলে দানব আকৃতির একটি গুইসাপ রাস্তা পাড় হয়। তখন তাদের বহনকারী ভ্যনটি গুইসাপের খুব কাছে চলে আসে। সেই সময় ভ্যানের চালক নিয়ন্ত্রণ হাড়িয়ে ফেললে ভ্যানটি উল্টে যায়। ভ্যানের নিচে পরে সাদিয়া গুরুতর আহত হয়। সেখান থেকে আহতদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন।
সাদিয়াতুস হালিমার স্বামী রায়হান শিকদার কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, আমার ছেলেটির বয়স ছয় মাস। আমার বাচ্চার মা আমাকে ও আমার ছেলেকে একা করে চলে গেল। আমি এই শিশু বাচ্চাকে নিয়ে কীভাবে বাঁচব? আমার কোনো অভিযোগ নেই, আমি মরদেহ ময়নাতদন্ত করত দেব না। পালং মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় সাদিয়া মারা গেছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৩৮