খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : বিয়ের আড়াই বছর পরে স্ত্রীকে অস্বীকার করেছে এক স্বামী। এখন স্ত্রীর অধিকার আদায়ে ৫ দিন ধরে স্বামীর বাড়িতে অবস্থান করছে সেই স্ত্রী। আইন ও সামাজিক অবস্থা স্ত্রীর পক্ষে থকলেও স্বামী ও তার পরিবার বিপক্ষে অবস্থান করছেন। সকল ভৎষনা ও লাঞ্চনা সহ্য করেও স্ত্রী অবস্থান করছেন স্বামীর বাড়িতে। এ দিকে স্বামী বাড়ি থেকে সরে রয়েছেন।
জানাগেছে, ময়মনসিং জেলার নান্দাইল উপজেলার ঢাকিপাড়া গ্রামের মিলু মিয়ার মেয়ে তানজিনা (২৩)। ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে তানজিনাকে বিয়ে করেন শরীয়তপুর সদর উপজেলার ঝাউচর গ্রামের আলী ঢালীর ছেলে দেলোয়ার ঢালীর (৩২) বিয়ে হয়। দীর্ঘদিন পরে দেলোয়ার সেই বিয়ে অস্বীকার করায় তার স্ত্রী তানজিনা স্বামীর বাড়িতে চলে এসেছেন। সংবাদ পেয়ে দেলোয়ার বাড়ি থেকে চলে গেছেন। এ দিকে দেলোয়ারের পরিবার ও আত্মীয়-স্বজনরা তানজিনাকে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করছেন।
তানজিনা জানায়, ঢাকায় এসে প্রথমে দেলোয়ারের ব্যবসা প্রতিষ্ঠানে চাকুরী করতাম। সেখান থেকে আমাদের চেনা-জানা। এক পর্যায়ে দেলোয়ার আমাকে কাজী অফিসে নিয়ে বিয়ে করে। পরে বাসা ভাড়া (সাবলেট) করে সেখানে আমাকে ভরন-পোষণ দিতেন। মাঝে মধ্যে দেলোয়ার তার প্রতিষ্ঠানের বিশ্রামাগারেও আমাকে নিয়ে সময় কাটাতেন। আমি শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য স্বামীর কাছে আবদার করতাম।
তখন নানান তালবাহানা করতেন। এক পর্যায়ে দেলোয়ার আমাদের বিয়ের কথা অস্বীকার করে। তাই দেলোয়ারের গ্রামের বাড়িতে এসে অবস্থান করতে শুরু করছি। দেলোয়ারের পরিবার ও স্বজনা আমাকে চলে যাওয়ার জন্য নানাবিধ চাপ প্রয়োগ করতেছে। মাঝেমধ্যে অপমান জনক কথাবার্তাও বলে। আমি আমার অধিকার আদায় না করে কোথাও যাবো না।
প্রতিবেশী মুরব্বি ফারুক ঢালী ও শাহাম ঢালী জানায়, এলাকায় তাদের পারিবারিক সম্মান রয়েছে। মেয়েটি স্বামীর অধিকারে আমাদের বাড়িতে এসেছে। এই ঘটনার পর এলাকার মানুষ ও সাংবাদিক দফায় দফায় বাড়িতে আসতেছে। আমরা বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করে ব্যর্থ হয়েছি। ইউপি সদস্য নান্নু মাল বলেন, মেয়ে যখন বাড়িতে চলে এসেছে তখন মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। ছেলেকে বিয়ে তো দিতেই হবে।
দেলোয়ারের ভাই এনায়েত ঢালী বলেন, আমার ভাইয়ের সাথে তানজিনার বিয়ের বিষয়ে কিছইু জানতাম না। এখন তানজিনা আমাদের বাড়িতে স্ত্রীর অধিকার নিয়ে এসেছে। এখন পর্যন্ত পোক্ত কোন প্রমান দেখাতে পারেনি। এদিকে আমার ভাই বিষয়টি অস্বীকার করতেছে। তাই কোন সিদ্ধান্ত নিতে পারছি না।
কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৫৪