স্পোর্টস ডেস্ক : বেজে গেছে বিশ্বকাপের দামামা। আজ থেকে শুরু হয়েছে প্রস্তুতি ম্যাচ। হায়দরাবাদে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নেমেছে নিউজিল্যান্ড। এই ম্যাচ দিয়েই লম্বা সময় পর মাঠে ফিরছেনকেইন উইলিয়ামসন। তবে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে থাকছেন না তিনি।
গত এপ্রিলে আইপিএল খেলার সময় হাঁটুর ইনজুরিতে পড়েন উইলিয়ামসন। সেই চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি। যদিও ব্যাট হাতে অনুশীলন শুরু করেছেন বটে। আজ পাকিস্তানের বিপক্ষে কেবল ব্যাটার হিসেবে খেলবেন তিনি, ফিল্ডিং করবেন না।
কিউই কোচ গ্যারি স্টিড বলেন, ‘কেইনের খেলায় ফিরতে দীর্ঘমেয়াদি সময় লাগার ব্যাপারটি আমরা শুরু থেকেই ভেবেছি। তার সেরে ওঠায় চোখ রাখা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটের ধকল সামলে নিতে পারবে— এখন সেটা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। কেইনের পুনর্বাসনে আমরা দিন ধরে ধরে নজর রাখছি। তৈরি হয়ে ওঠার আগেই আমরা তাকে মাঠে ফেরাতে চাই না। ’
উইলিয়ামসন না থাকায় আগামী ৫ অক্টোবর উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। দুটি প্রস্তুতি ম্যাচেও অধিনায়কত্ব করবেন তিনি। অন্যদিকে উইলিয়ামসনের মনোযোগ থাকবে দ্বিতীয় ম্যাচের আগে কীভাবে পুরোপুরি ফিট হওয়া যায়।
কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:০০