আন্তর্জাতিক ডেস্ক : কানাডার শিখ নেতা হারদিপ সিং নিজ্জার হত্যার পেছনে ভারত সরকারের হাত থাকতে পারে বলে গত ১৮ সেপ্টেম্বর পার্লামেন্টে অভিযোগ করেন জাস্টিন ট্রুডো। কানাডার হাউজ অব কমন্সের সভায় সেদিন ট্রুডো বলেন, কানাডার গোয়েন্দা সংস্থা হারদিপ হত্যার সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ খুঁজে পেয়েছে। ট্রুডোর এমন দাবির পরেই কানাডা ভারতীয় এক শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করে।
অন্যদিকে ট্রুডোর এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানায় ভারত। তারাও পাল্টা পদক্ষেপ হিসেবে কানাডার একজন কূটনীতিককে বহিষ্কার করে। এতেই ক্ষ্রান্ত হয়নি ভারত, কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করেছে। সেইসঙ্গে ভারতে কানাডার কূটনীতিবিদের সংখ্যা কমাতে হবে স্পষ্ট জানিয়ে দিয়েছে।
মন্ট্রিলে সংবাদ সম্মেলনে ট্রুডো বলেছেন, ভারত ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তি এবং গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক খেলোয়াড়। গত বছরে হওয়া ইন্দো-প্যাসিফিক কৌশলের অংশ হিসেবেই আমরা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার বিষয়ে অত্যন্ত সিরিয়াস।
জয়শঙ্কর বলেছেন, আবার আমেরিকা আসতে পেরে খুশি। ভারতের প্রধানমন্ত্রী মোদিও কিছুদিন আগে এসেছিলেন। যুক্তরাষ্ট্র যেভাবে জি২০ বৈঠকে আমাদের সাহায্য করেছে, তাতে আমরা খুবই আনন্দিত। ব্লিংকেন জানিয়েছেন, জি২০, জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে ভারতের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে।
কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:৩৪