খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, মহাসচিব মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি ওলামায়ে কেরামের মুক্তি ও দ্রব্যমূল্য অর্ধগতি রোধের দাবীতে শরীয়তপুরে খেলাফত মসলিসের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শরীয়তপুর জেলা শাখার সভপতি মাওলানা সাব্বীর আহমদ উসমানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা দবীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর আল্লামা খুরশিদ আলম কাসেমী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম-মহাসচিব মাওলানা মো. মাহবুবুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, সংগঠনের শরীয়তপুর জেলা উপদেষ্টা মাওলানা মো. আবু বকর।
প্রধান অতিথির বক্তব্যে মাওলনা খুরশিদ আলম কাসেমীসহ বক্তারা বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, মহাসচিব মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি, ওলামায়ে কেরামের মুক্তি ও দ্রব্যমূল্য উর্ধগতি রোধ করতে হবে। এই সময় আগামী ৭ অক্টোবর মহাসমাবেশ সফল করার জন্য সংগঠনের নেতা-কর্মীদের আহবান করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন, কেন্দ্রী সদস্য মাওলানা আ. সোবহান, জেলা জমিয়ত সভাপতি মাওলানা শফিউল্লাহ খান, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মুফতি তোফায়েল কাসেমী, সহ-সভাপতি মাওলানা হিফজুর রহমান, মাওলানা আব্দুল মালেক, মুফতি খবীরুদ্দিন, মাওলানা মারুফুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ, মাওলানার নুরুল আমিন, অর্থ সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান, সদর থানা সভাপতি মাওলানা রিয়াজুল ইসলাম, জাজিরা থানা সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলাম, গোসাইরহাট থানা সম্পাদক মাওলানা নো’মান আনসারী, মাওলানা আবু বকর, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা হান্নান প্রমূখ।
কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:১৫