বিনোদন ডেস্ক : পহেলা ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে বলিউড সিনেমা ‘এনিমেল’। আসন্ন এ সিনেমায় এমন ভাবে ধরা দেবেন বলিউড সুপারস্টার রনবীর কাপুর যে বিপে এর আগে আর কখনোই দেখা যায়নি তাকে। এমনটাই দাবি করছেন এ সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। রোমান্টিক ঘরানার রনবীরের সহিংস রূপ দেখা যাবে ‘এনিমেল’-এ, এমন খবরও সামনে আসছে।
যদিও রনবীর এর আগেও অ্যাকশন সিনেমায় কাজ করেছেন। ২০১৫ সালে ‘বোম্বে ভেলভেট’-এ রণবীর হাতে বন্দুক নিয়ে লড়েছেন; অন্যদিকে ২০২২ সালে মুক্তি পাওয়া ‘শামশেরা’-তেও রণবীর পিতা-পুত্রের দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন; যেখানে কুড়াল হাতে লড়েছেন তিনি। তবে এবারেরটি হতে চলেছে সবচেয়ে হিংস্র, সবচেয়ে সহিংস।
ইতোমধ্যেই মুক্তি পেয়েছে ‘এনিমেল’ এর টিজার আর সেখানেও রণবীরের লুক অবাক করেছে সবাইকে। সেখানে রক্তে ভেজা সাদা পোশাক পরনে ও কুড়াল হাতে একের পর এক শত্রুকে হত্যা করে চলেছেন একাই। আর সেই টিজারেই আভাস পাওয়া যায় কেনো এ সিনেমাকে ‘সাম্প্রতিক সময়ের সবচেয়ে হিংসাত্মক চলচ্চিত্র’ বলে অভিহিত করছেন এর পরিচালক। ‘এনিমেল’-এ রণবীরকে আগে কখনও দেখা যায়নি এমন অবতারে উপস্থাপন। শুধুমাত্র তার শারীরিক চেহারা নিয়েই কাজ করেননি রনবীর, বরং চলচ্চিত্রের জন্য সম্পূর্ণ বদমেজাজে রূপান্তরিত হয়েছেন তিনি।
‘ব্রহ্মাস্ত্র’ এবং ‘তু ঝুটি ম্যায় মক্কর’-এর মতো একটি ফ্যান্টাসি এবং রোমান্টিক কমেডির পর আরকে এমন একটি ভূমিকা পালন করতে প্রস্তুত যা কাগজে-কলমে তার জন্যে খুবই চ্যালেঞ্জিং ছিল বলেও জানা গেছে। এ সিনেমায় রণবীরের সাথে আরও দেখা যাবে অনিল কাপুর, ববি দেওল, রাশমিকা মান্দানা, ত্রিপ্তি দিমরিসহ আরও অনেকে।
কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:২৫