বিনোদন ডেস্ক : ঢালিউড তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন আজ। শোবিজের অনেকেই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। ‘বড় ভাই’ জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ছোট ভাই শেহজাদ খান বীরও।
জয়ের জন্মদিনে বীরের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও রিল প্রকাশ করা হয়। সেখানে বীরকে বলতে শোনা যায়, ‘হ্যাপি বার্থডে টু ইউ’। রিলের ক্যাপশনে ইংরেজিতে লেখা, ‘হ্যাপি বার্থ ডে জয় ভাইয়া।’
২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় তাদের প্রথম সন্তান আব্রাম খান জয়। এর কয়েক বছর পর প্রকাশ্যে আসে শাকিব খান-শবনম বুবলীর বিয়ের খবর। অপুর মতো তিনিও সন্তান নিয়ে হাজির হন প্রকাশ্যে। বীর শাকিব-বুবলীর সন্তান।
কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:২১