খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : পালং মডেল থানা পুলিশ শরীয়তপুর পৌরসভার বিলাশ খান এলাকার একটি ডোবা থেকে ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় মানুষের কিছু হাড় উদ্ধার করেছে। হাড়ের সাথে জড়িয়ে থাকা জার্সি, প্যান্ট ও প্যান্টের পকেটে থাকা মোবাইল দেখে স্থানীয় ও রাকিবের স্বজনেরা ৫ মাস পূর্বে নিখোঁজ হওয়া রাকিবের হাড় বলে দাবী করেছেন। তবে পুলিশ ডিএনএ পরীক্ষা ছাড়া এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।
পালং মডেল থানা সূত্র জানায়, শরীয়তপুর পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন খান মোবাইল ফোনে পালং মডেল থানাকে অবগত করেন। বিলাশ খান বিশাই দর্জীর বাড়ির নিকটে একটি ডোবায় মানুষের হাড় দেখা গেছে। সংবাদ পেয়ে পুলিশের একটি দল সেখানে গিয়ে হাড় ও হাড়ের সাথে জড়িয়ে থাকা জার্সি, প্যান্ট উদ্ধার করে। জার্সির পেছনে রাবিক লেখা দেখে নিখোঁজ রাকিবের পরিবার রাকিবের হাড় বলে দাবী করেছে। ডিএনএ পরীক্ষা ছাড়া বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব না। তাই হাড়ের ডিএনএ পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে।
পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন খান বলেন, এলাকার ছোট ছোট কিছু ছেলেরা ডাহুক শিকারের জন্য বের হয়। তখন বিশাই দর্জীর বাড়ির পাশের ডোবায় কিছু মানুষের হাড় দেখে আমাকে জানায়। পরে বিষয়টি আমি পালং মডেল থানাকে অবগত করি। পরে পুলিশ সেখান থেকে হাড় উদ্ধার করেছে। নিখোঁজ রাবিকের স্বজনেরা জার্সির পেছনে রাবিক লেখা দেখে সেটি রাকিবের হাড় বলে দাবী করে বলেছেন, ৫ মাস পূর্বে রাকিব নিখোঁজ হয়। রাকিবকে এই পথেই নিয়ে যাওয়া হয়েছিল। আমাদের ধারণা ঘাতকরা রাকিবকে হত্যা করে যেখান থেকে হাড় উদ্ধার করা হয়েছে সেখানে লাশ গুম করে রেখেছিল।
পালং মডেল থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বিলাশ খান এলাকা থেকে মানবদেহের কিছু হাড় উদ্ধার করা হয়েছে। হাড়ের সাথে জড়িয়ে থাকা জার্সি-প্যান দেখে স্থানীয়রা ও নিখোঁজ রাকিবের স্বজনরা রাকিবের হাড় বলে দাবী করছেন। সংগ্রহকৃত হাড়ের নমুনা ডিএনএ পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:০৮