স্পোর্টস ডেস্ক : ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের মতো ৫০মিটার এয়ার রাইফেলেও নিজেদের সেরার খোঁজ পাননি বাংলাদেশের নারী শ্যুটাররা। আজ এশিয়ান গেমসের পঞ্চম দিনে ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশনে ১৩ দেশের মধ্যে ১২তম হয়েছে বাংলাদেশ। তিন শ্যুটার কামরুন নাহার কলি, শায়রা আরেফিন ও নুসরাত জাহান শামসির সম্মিলিত স্কোর ১৬৬৯। শ্যুটিংয়ে হতাশার দিনে জয় পেয়েছে বাংলাদেশ ব্রিজ দল। স্বাগতিক চীনকে দ্বিতীয় রাউন্ডের খেলায় হারিয়েছে তারা।
সকালে হওয়া শ্যুটিংয়ের ইভেন্টের কোয়ালিফিকেশন রাউন্ডে কামরুন নাহার কলি ৫৬৭ স্কোর করে ৩৯তম হন। শায়রা আরেফিন ৫৬০ স্কোরে ৪৩তম ও নুসরাত জাহান শামসি ৫৪২ স্কোর করে ৪৪তম হন। এই ইভেন্টে দলগতভাবে চীন স্বর্ণ, ভারত রৌপ্য ও দক্ষিণ কোরিয়া ব্রোঞ্জ পেয়েছে।
ওদিকে আজ থেকে শুরু হওয়া ব্রিজ ইভেন্টের প্রথম রাউন্ডে মিয়ানমারের কাছে হেরে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় রাউন্ডে স্বাগতিকদের হারায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্রিজ দল তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে খেলছিল। আজ ভারত ছাড়াও বাংলাদেশ আরেকটি রাউন্ড খেলবে।
আগামীকাল শেষ হবে সাবিনা খাতুনদের এবারের এশিয়াড। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ নারী ফুটবল দলের প্রতিপক্ষ নেপাল। ওয়েংঝু অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচটিতে জয়ের চোখ রেখে খেলতে নামবে সাইফুল বারী টিটুর শিষ্যরা। জাপান ও ভিয়েতনামে কাছে বাজাবে হারার পর এই ম্যাচ প্রসঙ্গে কোচ গত বছর কাফের ফাইনালে নেপালকে হারানোর প্রসঙ্গ টেনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:০০