আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহর মন্টেরে এবং শহরের সাতটি জায়গায় বিকৃত মৃতদেহ এবং বিচ্ছিন্ন দেহের অংশ পাওয়া গেছে। মরদেহগুলো এমন সব স্থানে পাওয়া গেছে যেখানে মেক্সিকোর কিছু ধনীদের বসবাসের স্থানও রয়েছে।
মঙ্গলবার মেক্সিকান কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায় যে, তারা এখনও মৃতদেহের টুকরো টুকরো শনাক্তের চেষ্টা চালাচ্ছে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আল জাজিরা।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে অন্তত সাতটি বিকৃত মৃতদেহ এবং পাঁচটি ব্যাগে কিছু মরদেহের টুকরো অংশ পাওয়া গেছে। আবার কিছু টুকরো কুলার বাক্সে পাওয়া গেছে। স্থানীয় মিডিয়া জানিয়েছে যে সেখানে ১২ জনের মতো নিহত হতে পারে।
নুয়েভো লিওন রাজ্যের প্রধান নিরাপত্তা কর্মকর্তা জেরার্ডো প্যালাসিওস বলেছেন, প্রতিবেশী তামাউলিপাসে অবস্থিত একটি মাদক সন্ত্রাসীদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধে এই হত্যাকাণ্ডে হতে পারে। তবে কোন গোষ্ঠীর কথা বলেছেন তা নির্দিষ্ট করে বলেননি তিনি।
২০০৬ থেকে মাদক পাচারের বিরুদ্ধে বিতর্কিত সামরিক অভিযান শুরু করে মেক্সিকো সরকার। ওই সময়ের পর থেকে দেশটিতে ৪ লাখ ২০ হাজারের বেশি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে দেশটিতে।
কিউএনবি/অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:২০