বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ‘মাদক মুক্ত সমাজ গড়ি খেলাধুলার সঙ্গে থাকি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ গ্রামবাসীর উদ্যোগে মরহুম হাজী ছনু মৃধার স্মরণে ফ্রিজ, টিভি ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মনিয়ন্দ হরিপুর মরহুম হাজী ছনু মৃধা ঈদগাহ মাঠে আয়োজিত খেলার সভাপতিত্ব করেন,মরহুম হাজী ছনু মৃধারৃ বড় ছেলে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ শফিকুল ইসলাম বাবুল মৃধা, খেলার প্রধান অতিথি ছিলেন, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম চৌধুরী দীপক, এতে প্রধান মেহমান ছিলেন, আখাউড়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম, দ্বিতীয় সেমিফাইনাল খেলার উদ্বোধক হিসেবে মাঠে উপস্থিত ছিলেন,
সৌদি আরব প্রবাসী মোঃ ইসমাইল খাঁ, এ সময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী খালেকুজ্জামান আলমগীর ভূইয়ার, প্রবীণ মুরব্বি হাছু মিয়া, মোগড়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ কাউছার মোল্লা, মোঃ ছগীর মিয়া, উপজেলা ছাত্র লীগ সভাপতি মোঃ শাহাবুদ্দিন বেগ শাবলু, মোঃ বাহার সরকার মনিয়ন্দ, বীরমুক্তিযোদ্ধা ও সাবেক মেম্বার মোঃ আলীনেওয়াজ খান, ৭ নং ওয়ার্ডের মেম্বার মোঃ হারুন মিয়া। উভয় দলের টিম মেনেজার, খেলা পরিচালনা কমিটির অন্যতম সদস্য সাবেক ফুটবলার মোঃ রুবেল চৌধুরী, খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ৩ নং ওয়ার্ড মেম্বার মোঃ রফিকুল ইসলাম দুলাল সহ মনিয়ন্দ গ্রামের গূন্যমান্য ব্যক্তিবর্গ ও খেলা পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ সহ আরো অনেকে।
শুরুতে সকলেই দাড়িয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে রেফারী ও উভয় দলের খেলোয়াড় সহ অতিথি বৃন্দ দাঁড়িয়ে খেলার শুভ সূচনা করেন, যুব সমাজের সর্বাত্মক সহযোগিতায় টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করে, মোগড়া ফুটবল একাদশ বনাম দক্ষিণ কসবা ফুটবল একাদশ। খেলায় উভয় দলের খেলোয়াড়দের নৈপুণ্যময় ও টানটান উত্তেজনাপূর্ণ খেলাটি দেখে মুগ্ধ হোন মাঠে থাকা হাজার হাজার দর্শক ও সমর্থক গন। খেলার প্রথমার্ধে মোগড়া ফুটবল একাদশ এর ইভান্সের দেওয়া জোরালো শটে আত্মঘাতী গোলের মাধ্যমে ১-০ গোলে মোগড়া ফুটবল একাদশ জয় পায়। খেলায় শ্রেষ্ঠ পুরষ্কার হিসেবে ম্যাচ অব দ্যা ম্যাচ তুলে দেন উপস্থিত অতিথি বৃন্দ মোগড়া ফুটবল একাদশ এর দলীয় অধিনায়ক মোঃ সুমন মিয়ার হাতে। জানা গেছে টুর্নামেন্টের ফাইনাল খেলা টি আগামী ৬ অক্টোবর মোগড়া ফুটবল একাদশ বনাম গ্রীশনগর ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে ………………… (ভক্সপপ)।
কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:০৫