স্পোর্টস ডেস্ক : বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টায় মিরপুরে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। এদিন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে খেলার জন্য প্রস্তুত তাওহীদ হৃদয়। তার আগে নিজের মায়ের স্বপ্ন অনুযায়ী, প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি হয়েছেন তিনি। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের লোক প্রশাসন বিভাগে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হয়েছেন বাংলাদেশি এই ক্রিকেটার।
চলতি বছরের মার্চে জাতীয় দলে অভিষেক হয়েছে তাওহীদ হৃদয়ের। এরপরে তিনি ১৪টি ওয়ানডে খেলেছেন। যেখানে তিনি ৫টি হাফ সেঞ্চুরি ও সর্বোচ্চ ৯২ রানসহ ৪৯৬ রান করেছেন। আর টি-টোয়েন্টিতে ৮ ম্যাচ খেলে ১৩৫ এর ওপরে স্ট্রাইক রেট রেখে রান করেছেন ১৫৬।
কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:০০