স্পোর্টস ডেস্ক : এভারটনের মাঠে গত ছয় বছরে কোনো ম্যাচ জিতেনি আর্সেনাল। তাই তাদের কাছে গুডিসন পার্ক একটা ‘অপয়া’ হিসেবে পরিচিত ছিল। তবে সেই কালো মেঘের আধার সরেছে। অবশেষে সেখানে জয়ের দেখা পেল গানাররা। কষ্টার্জিত জয় নিয়ে ফিরতে পেরেছে তারা। রবিবার সুপার সাব লিয়ান্দ্রো ট্রসার্ডের দ্বিতীয়ার্ধের স্ট্রাইকে এভারটনকে ১-০ গোলে হারালো আর্সেনাল।
১৭তম মিনিটে এভারটনের জাল কাঁপান গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ব্রাজিলিয়ানের এই গোলের উদযাপন কয়েক মুহূর্তেই উধাও হয়ে যায়। ভিএআরে দেখা যায়, গোলটি বিল্ডআপের সময় অফসাইড ছিল।
এভারটন আরেকবার আর্সেনালের বিপক্ষে অজেয় থাকার স্বপ্ন দেখছিল। কিন্তু তাদের হতাশ করে ৬৯তম মিনিটে চমৎকার বিল্ডআপে গোল পায় আর্সেনাল। পেনাল্টি এরিয়ার ডানদিকে মার্টিন ওডেগার্ড বল বাড়ান বুকায়ো সাকার কাছে, ইংল্যান্ড ফরোয়ার্ড বল কাট করে দেন ট্রসার্ডের কাছে। বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে জালে বল জড়ান তিনি।
পাঁচ ম্যাচে অপরাজিত আর্সেনাল ১৩ পয়েণ্ট নিয়ে টটেনহ্যাম হটস্পার ও লিভারপুলের সঙ্গে যোগ দিলো। শতভাগ সাফল্য ধরে রাখা ম্যানসিটির চেয়ে দুই পয়েন্ট পেছনে তারা। ঘরের মাঠে টানা তৃতীয় হারে এক পয়েন্ট নিয়ে শেষের দিক থেকে তৃতীয় দল এভারটন।
২০১৭ সালে এভারটনের মাঠে আর্সেনালের শেষ লিগ জয়ে রোনাল্ড কোম্যানের অধ্যায়ের অবসান ঘটেছিল। চলতি লিগে এখন পর্যন্ত কোনও জয় পায়নি এভারটন। গানারদের কাছে এই হারে শন ডাইসকেও একই দুর্ভাগ্য বরণ করে নিতে হয় কি না দেখার অপেক্ষা।
কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:০০