গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ১৫ নভেম্বর বেলা সারে ১১ টার সময় ঝালকাঠি সদর উপজেলাধীন তেতুলতলা বাজার সংলগ্ন খাল থেকে মানসিক ভারসাম্যহীন ময়ূরী আক্তার (১৬), পিতা: সৈয়দ আলী খাঁ, সাং: নথুল্লাবাদ, ঝালকাঠি সদর, ঝালকাঠি’র লাশ পুলিশ উদ্ধার করে।
গতকাল দুপুর থেকে সে নিখোঁজ ছিলো। অনেক খোঁজাখুঁজির পরে স্থানীয় খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে লাশের ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এ বিষয়ে থানা পুলিশের আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন।
কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৩০