স্পোর্টস ডেস্ক : কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অবশেষ হচ্ছে এশিয়া কাপের শ্রীলঙ্কা-পাকিস্তান গুরুত্বপূর্ণ ম্যাচ। টস জিতে এবার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সময় পৌণে ৬টায় শুরু হবে ৪৫ ওভারের খেলা।
পাকিস্তান দল গঠনে সমস্যায় পড়েছে। ভারতের বিপক্ষে ম্যাচ থেকে পাচ পরিবর্তন করে গতকাল একাদশ ঘোষণা করেছিল। তবে সেই একাদশও খেলাতে পারছেন না।
পিঠের আড়ষ্ঠতার কারণে ইমাম উল-হক খেলতে পারছেন না। তার জায়গায় ফখর জামানকে ফেরাতে হয়েছে। জ্বরাক্রান্ত সৌদ শাকিলের জায়গায় আব্দুল্লা শফিককে নেয়া হয়েছে। এছাড়া বোলিংয়ে ওয়াসিম জুনিয়ার ও জামান খানকে জায়গা দেয়া হয়েছে। শ্রীলঙ্কা দলে কুশল পেরেরা ও প্রমোদ মাদুশনকে নেয়া হয়েছে।
কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৩,/নরাধ্যা ৭:৩১