ডেস্কনিউজঃ ছয় দশমিক আট মাত্রার ভূমিকম্পে মরক্কোয় ইতোমধ্যে দুই হাজার ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই হাজার ৫৯ জন মানুষ। এদের মধ্যে এক হাজার ৪০৪ জনের অব্স্থা আশঙ্কাজনক। শুক্রবার রাতে শক্তিশালী এই ভূমিকম্পের পর তিন দিনের ঘোষণা করেছে মরক্কো।
শনিবার সন্ধ্যায় দেশটির রাজকীয় আদালত এক বিবৃতিতে এমনটা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ভয়াবহ ভূমিকম্পের কারণে মরক্কোয় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।
এতে আরো বলা হয়, সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হবে।
এছাড়া সশস্ত্র বাহিনী ক্ষতিগ্রস্ত এলাকায় বিশুদ্ধ খাবার পানি, খাদ্য, তাঁবু এবং কম্বল সরবরাহ করতে উদ্ধারকারী দল মোতায়েন করবে বলেও বিবৃতিতে বলা হয়।
সূত্র : আল-জাজিরা
কিউএনবি/বিপুল/১০.০৯.২০২৩/দুপুর ১.১৬