স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের চলতি আসরে দুর্দান্ত খেলছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ১২২ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৮৯ রান করেন শান্ত। কিন্তু সেই ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে ১৬৫ রানে অলআউট হয়ে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ।
ওয়ানডে ক্রিকেটে ২৯তম ম্যাচে পঞ্চম ফিফটি হাঁকালেন শান্ত। তবে চলতি বছর ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে (৯৩ বলে ১১৭ রান) সেঞ্চুরি করেন শান্ত।
রোববার আফগানিস্তানের বিপক্ষে ৬৩ রানে ২ উইকেট পতনের পর দলের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটের তাদের দায়িত্বশীল জুটিতে খেলায় ফেরে বাংলাদেশ।
এই জুটিতে জোড়া ফিফটি তুলে নেন মেহেদি হাসান মিরাজ ও নাইম শেখ। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৩৭ ওভারের খেলা শেষে ২ উইকেট হারিয়ে ২১১ রান। ৯১ ও ৮০ রানে ব্যাট করছেন মিরাজ ও শান্ত।
কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:৫০