আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধকবলিত ইউক্রেনে হঠাৎ করেই নাটকীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে মৃতের সংখ্যা। সকাল থেকে রাত পর্যন্ত ডজনে ডজনে মানুষ মরছে দেশটিতে। প্রতিদিনই বাড়ছে লাশের পাহাড়।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য জানায় বিবিসি। লাশ গণনা যেন প্রতিদিনের রুটিনে হয়ে গেছে। দোনেৎস্কের কাছাকাছি ইউক্রেনের পূর্বাঞ্চলে নাম না জানা লাশের স্তূপে মর্গগুলো ভরাট হয়ে যাচ্ছে। তবে ইউক্রেন এখন পর্যন্ত নিহতের কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি। হতাহতের সংখ্যা সেখানে একটি রাষ্ট্রীয় গোপনীয়তা।
মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বলা হয়েছে, দেশটিতে মৃতের সংখ্যা ৭০,০০০ ছাড়িয়েছে। আহতের সংখ্যা প্রায় ১২০,০০০ জন। এদের অধিকাংশই সশস্ত্র বাহিনীর সদস্য। ৫ লাখ সদস্যের সেনাবাহিনীর জন্য এ হতাহতের ঘটনা মারাত্মক হুমকির। জাতিসংঘ এখন পর্যন্ত মৃতের ৯,১৭৭ জন বেসামরিক নাগরিকের মৃতের সংখ্যা রেকর্ড করেছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের এপ্রিল মাসে দেওয়া তথ্যানুযায়ী, অনুমান করা হয়েছিল ইউক্রেনে প্রাণহানির সংখ্যা সাড়ে ১৭ হাজারের মতো। মে মাস থেকে শুরু হওয়া পালটা আক্রমণে হঠাৎই এ সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে।
মৃত ব্যক্তিদের তথ্য রেকর্ড করা ২৬ বছর বয়সি তরুণী মারগো মৃতের ব্যাপারে বলেন, ‘এটি রহস্যজনক মনে হতে পারে। আমি এসব মৃত্যুর শিকার ব্যক্তিদের কাছে ক্ষমাপ্রার্থী। জীবনোৎসর্গকারীদের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমার কথা শুনতে পেলে ভালো হতো। কিন্তু তারা তো তা কখনো শুনতে পাবে না।’
তিনি আরও বলেন, ‘সবচেয়ে কঠিন হয় যখন আপনি একজন মৃত যুবককে দেখেন যার বয়স ২০, ২২ বছরও হয়নি। আপনি বুঝতে পারেন তাদের হত্যা করা হয়েছিল। নিজেদের দেশের জন্য হত্যা করা হয়েছিল। এটা সবচেয়ে বেদনাদায়ক।
আরেক ভুক্তভোগী ওকসানা (৩১)। একটি সমাধিস্থলে স্বামীর সমাধির কাছে একাকী কাঁদছিলেন তিনি। হাতে স্বামী পাভলোর ছবি। নভেম্বরে ইজিমে ইউক্রেনের পালটা হামলার সময় নিহত হন তার স্বামী।
কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২৩,/রাত ১০:২৯