আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে সাত বছর আগের একটি বোমা হামলার ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির কার্যালয়।
আজ মঙ্গলবার (২৯ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী কার্যালয়ের বিবৃতিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে ভুক্তভোগীদের পরিবারকে বিষয়টি অবহিত করা হয়েছে। গত রবিবার রাত কিংবা সোমবার ভোরে তাদের ফাঁসি কার্যকর হয় বলে ধারণা করা হচ্ছে।
২০১৬ সালের ৩ জুলাই রাজধানী বাগদাদের কাররাদা শপিং এলাকায় হঠাৎ শক্তিশালী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে। রমজান মাস চলাকালীন ওই হামলার ঘটনায় ৩২০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। পরে ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করে।
বলা হয়ে থাকে, ২০০৩ সালের মার্কিন আগ্রাসনের পর এটিই ইরাকে সবচেয়ে ভয়াবহ একক বোমা হামলা। সে সময় ইরাকের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ঘাবানকে পদত্যাগ করতে হয়েছিল।
অবশ্য একটি সরকারি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, এই হামলার পেছনে গাজওয়ান আল-জাওবাই নামের যেই ব্যক্তিকে আইএসের মূল পরিকল্পনাকারী হিসেবে ধরা হয়েছিল, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনি ছিলেন। জাওবাইকে গ্রেপ্তার করা হয়েছিল এবং দুই বছর আগে ইরাকে ফিরিয়ে নেওয়া হয়।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, ইরাকে গত বছর ১১ জনের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির আদালত এ সময় ৪১ জনের বেশি মানুষকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন।
কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৫২