আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির ১ম (সিএমবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত সোমবার (২৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ) এঁর সভাপতিত্বে অতিথি হিসাবে উপজেলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, কমিটির সদস্য সচিব উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, পৌর প্যানেল মেয়র সেলিম রেজা, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, মোমিনুর রহমান, ফিরোজ কবির চৌধুরী, শুশিল সমাজের প্রতিনিধি হাবিবুল হক দুলাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, শিক্ষক হুমায়ুন কবির, কিশোর-কিশোরী ক্লাবের সুপার ভাইজার উম্মে সালমা প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজনসহ কিশোর-কিশোরী ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৩৮