স্পোর্টস ডেস্ক : বিশাল অর্থের বিনিময়ে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে দলে ভিড়িয়েছে আল হিলাল। তবে চোটের কারণে সেপ্টেম্বরের আগে কোনো ম্যাচ খেলতে পারবেন না তিনি। আল হিলাল অবশ্য নেইমারকে ছাড়াই ছুটে চলেছে। তৃতীয় জয়ে সৌদি প্রো লিগে দ্বিতীয় স্থানটা দখল করে নিয়েছে এরই মধ্যে। পরের ম্যাচেই দলটির সামনে শীর্ষ ওঠার হাতছানি।
সৌদি প্রো লিগে সোমবার রাতে আল ইত্তিফাককে ২-০ গোলে হারিয়েছে নেইমারদের আল হিলাল। গোল করেছেন নেইমারের স্বদেশি ম্যালকম।
প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে আল হিলাল ২৫তম মিনিটে প্রথম এগিয়ে যায়। সার্বিয়ান ফুটবলার আলেকসান্ডার মিত্রোভিচের কাছ থেকে বল নিয়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম। ৪১তম মিনিটে চমৎকার ভলিতে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন সালেম আল-দাওসারি।
চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে আল হিলালের পয়েন্ট এখন ১০। সমান খেলায় সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে করিম বেনজেমাদের আল ইত্তিহাদ।
আগামী শনিবার মুখোমুখি হবে আল হিলাল ও আল ইত্তিহাদ। এ ম্যাচে জিতলে নেইমাররা পৌঁছে যাবে শীর্ষে। অবশ্য বেনজেমারা সেটা হতে দেবেন কিনা, সেটাও হবে দেখার।
সোমবার বেনজেমাদের আল ইত্তিহাদ ৩-০ গোলে হারিয়েছে আল-ওয়াহিদাকে। এ ম্যাচে অবশ্য চোট পেয়েছেন বেনজেমা। হ্যামস্ট্রিংয়ের চোটে ৪২তম মিনিটে মাঠ ছেড়ে যান তিনি।
কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:৫৬