আন্তর্জাতিক ডেস্ক : মস্কোর অর্থনৈতিক নীতির ডেপুটি মেয়র ভ্লাদিমির এফিমভের বরাতে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আরটি এমনটাই জানিয়েছে। বুধবার (২৩ আগস্ট) এক আরবান ফোরামে তিনি বলেন, বিগত পাঁচ বছরে ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও মস্কোর অর্থনীতিতে এক পঞ্চমাংমের বেশি প্রবৃদ্ধি হয়েছে। কোভিড-১৯ অতিমারি ও পশ্চিমা নিষেধাজ্ঞার মতো অর্থনৈতিক বিপত্তির মুখে পরার সত্ত্বেও রাশিয়ার রাজধানীর শিল্প, অর্থ ও টেলিযোগাযোগ খাতে যথেষ্ট প্রবৃদ্ধি পরিলক্ষিত হয়েছে বলেও জানান ভ্লাদিমির এফিমভ।
তিনি বলেন, এমনকি ২০২০ সালের সংকটময় সময়ে যখন অর্থনীতি স্থবির হয়ে পড়ছিল, তখনও আমরা মস্কোতে বিনিয়োগ কর্মসূচি স্থগিত করিনি। যদিও বাজেটে রাজস্ব উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছিল, তবে আমরা সামাজিক ও পরিবহন অবকাঠামো নির্মাণে আমাদের সকল বাধ্যবাধকতা পূরণ করেছি।
মস্কো এখন আর শপিংমল এবং বিলাসবহুল রেস্তোরাঁর শহর নয় উল্লেখ করে ডেপুটি মেয়র জানান, রাশিয়ার রাজধানী এখন দেশের সবচেয়ে উন্নত হাই-টেক শিল্পের আবাসস্থল। মস্কোর অর্থনৈতিক প্রবৃদ্ধির পিছনের শহর কর্তৃপক্ষে নিরলস কাজ করে যাওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি।
এছাড়া প্রযুক্তিগত উন্নয়নের প্রসঙ্গে কথা বলার সময়ে ফোটোনিক্স এবং মাইক্রো ইলেক্ট্রনিক্সের একটি শিল্প ক্লাস্টারের বিষয়টি তুলে ধরেন। এই ক্লাস্টারে ৫০টিরও বেশি কোম্পানি রয়েছে। ডেপুটি মেয়রের জানিয়েছেন, এই উচ্চ প্রযুক্তিসম্পন্ন প্রতিষ্ঠানগুলো গত বছরে ৭০ বিলিয়ন রুবল বা ৭৩১ মিলিয়ন ডলার আয় করেছে। সেই সঙ্গে ৬ হাজারের বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।
কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৩,/রাত ৮:২৪