ডেস্ক নিউজ : রোববার (২৭ আগস্ট) পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সিএসইতে রোববার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। আর গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৮১ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৩ কোটি ৩২ লাখ টাকা।
তবে সিএসইতে এদিন বেড়েছে সব সূচকের মান। রোববার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬১৭ দশমিক ৭৬ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স সূচক ২৮ দশমিক ২২ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ২ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৩০ দশমিক ১০ পয়েন্টে ও ১ হাজার ৩০৮ দশমিক ০৪ পয়েন্টে।
আর সিএসই-৩০ সূচক ২৬ দশমিক ০০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৯৩ দশমিক ৭৯ পয়েন্টে। এ ছাড়া সিএসআই সূচক অবস্থান করছে ১ হাজার ১৭৩ দশমিক ৯১ পয়েন্টে। সূচক বেড়েছে ২ দশমিক ২২ পয়েন্ট। সিএসইতে ১৬৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ২৪টির ও অপরিবর্তিত রয়েছে ৭৪টির কোম্পানির শেয়ারদর।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)অন্যদিকে দেশের আরেক শেয়ারবাজার ডিএসইতে রোববার প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৮ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯৮ দশমিক ২২ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক বেড়েছে ৯ দশমিক ৬৬ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ২ হাজার ১৪০ দশমিক ১৬ পয়েন্টে। আর ডিএসইএস সূচক ৫ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭১ দশমিক ০১ পয়েন্টে।
ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনও। লেনদেন হয়েছে ৪২৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। আর গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ১৪ কোটি ১ লাখ টাকার শেয়ার।
এছাড়া রোববার ডিএসইতে ৩৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ১২১টি কোম্পানির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০টি কোম্পানির শেয়ারের দাম।
লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডস। এ ছাড়া রূপালি লাইফ ইন্সুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, সি পার্ল, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন হাউজিং, লাফার্জহোলসিম, এডিএন টেলিকম ও জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:৪৫