শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটি গঠন করা হয়েছে। গত ২৪ আগস্ট কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক এই কমিটি গঠন করা হয়।আর উক্ত কমিটিতে মো. মুশাহীদুল ইসলাম মাহীকে সিলেট বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরি এক পত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটির অনুমোদন করা হয়।এছাড়াও মো. মুশাহীদুল ইসলাম মাহী সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি সিলেট সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২৩,/সকাল ১১:৩৭