স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এলিট একাডেমির ১০ ফুটবলারকে নিয়ে আয়োজিত হয়েছিল নিলাম। বাফুফে আয়োজিত প্রথমবারের মতো নিলাম অনুষ্ঠানে গোলকিপার মোহাম্মদ আসিফ মূল্যের দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন। বসুন্ধরা কিংস ১৩ লাখ ২৫ হাজার টাকায় তাকে দলে ভিড়িয়েছে।
শনিবার স্থানীয় একটি হোটেলে ‘এ’ ও ‘বি’ ক্যাগারিতে মোট ১০ জন খেলোয়াড়কে নিলামে তোলা হয়। এতে অংশ নেয় ১১টি ক্লাব- বসুন্ধরা কিংস, আবাহনী, পুলিশ এফসি, মোহামেডান, শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ক্রীড়া চক্র, ফর্টিস এফসি, চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি, ব্রাদার্স ইউনিয়ন ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে এবার প্রিমিয়ার লিগে উঠে আসা গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব।
সব মিলিয়ে নিলামে সবচেয়ে বেশি খেলোয়াড় দলে টেনেছে ব্রাদার্স; ৬ জন। বসুন্ধরা কিংস, আবাহনী, ফর্টিস ও শেখ রাসেল একজন করে খেলোয়াড় কিনেছে। ৫ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন- গোলরক্ষক মোহাম্মদ আসিফ, ডিফেন্ডার আজিজুল হক অনন্ত, মিডফিল্ডার সাজেদ হাসান জুম্মন নিঝুম, চন্দন রায়, ফরোয়ার্ড মিরাজুল ইসলাম ও আসাদুল মোল্লা। ৪ লাখ টাকার ভিত্তিমূল্যের ‘বি’ ক্যাটাগরিতে ছিলেন ৪ জন-ডিফেন্ডার সিরাজুল ইসলাম রানা, রুবেল শেখ, ইমরান খান ও ফরোয়ার্ড সুমন সরেন।
শুরুতে নিলামে ওঠে চন্দনের নাম। শেখ রাসেল সর্বোচ্চ ৯ লাখ টাকায় তাকে দলে ভেড়ায়। ১৭ বছর বয়সী ডিফেন্ডার রুবেলকে নিয়ে প্রথম দফার নিলামে কেউ আগ্রহ দেখায়নি। পরে নিলামে তাকে ভিত্তিমূল্য ৪ লাখে দলে নেয় ব্রাদার্স। ১৭ বছর বয়সী আসাদুল্লাহকে নিয়ে আবাহনী ও ফর্টিসের মধ্যে জমে ওঠে লড়াই। শেষ পর্যন্ত ৭ লাখ ৭৫ টাকায় বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ১৪ গোল করা এই ফরোয়ার্ডকে দলভুক্ত করে আবাহনী।
ডিফেন্ডার ইমরানকে ৪ লাখের ভিত্তি মূল্যে পেয়ে যায় ব্রাদার্স। ১৯ বছর বয়সী মিডফিল্ডার নিঝুমকে ৭ লাখ ২৫ টাকায় দলে টানে ফর্টিস। ব্রাদার্স ১৭ বছর বয়সী ফরোয়ার্ড সুমন সরেনকে ৪ লাখেই কিনে নেয়। সিরাজুলকে ভিত্তি মূল্য ৪ লাখেই পেয়ে যায় ব্রাদার্স। গত মৌসুমে মোহামেডান স্পোর্টিংয়ে খেলা মিরাজুলকে ৬ লাখ ৫০ হাজার টাকায় দলে নেয় ব্রাদার্স।
কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৩,/রাত ৯:৩০