আন্তর্জাতিক ডেস্ক : চন্দ্রযান ৩-এর সাফল্যের সঙ্গে জড়িত বাঙালি বিজ্ঞানীদের সংবর্ধনা দিতে চান ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
একই সঙ্গে চাঁদের দক্ষিণ মেরুতে ‘বিক্রমকে’ পৌঁছে দেওয়ার জন্য ইসরোকেও সংবর্ধিত করতে চান তিনি।
চাঁদের মাটিতে বিক্রমের পা দেওয়া পরপরই এই প্রকল্পের সঙ্গে যুক্ত বাঙালি বিজ্ঞানীদের আলাদা করে চিঠি পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন মমতা।
একই সঙ্গে তিনি চিঠি পাঠিয়েছেন ইসরোর প্রধান পি এস সোমনাথকেও। বাঙালি বিজ্ঞানীদের সংবর্ধনা দিতে চান তিনি।
এই সংবর্ধনা অনুষ্ঠান কবে, কোথায় হবে তা এখনও ঠিক হয়নি। দ্রুতই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে নবান্ন সূত্রে জানা গেছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
কিউএনবি/অনিমা/২৫ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:০৬