এম রায়হান চৌধূরী চকরিঢা প্রতিনিধি : কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের চকরিয়া বানিয়ারছড়া আমতলী এলাকায় সিএনজি-লরির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন পেকুয়া উপজেলার মগনামার ঘাট এলাকার আবদুস সালামের স্ত্রী রোকেয়া বেগম(৪০) ও তার মেয়ে হারবাং ভান্ডীর ডেপা মামুনুর রশীদের স্ত্রী জিয়াসমিন আকতার(১৮)। জিয়াসমিন আক্তার বাচ্ছা ডেলিভারি করাতে হাসপাতালে যাচ্ছিলেন।
এ ঘটনায় গুরুতর আহত দুদু মিয়া(৪৭), তার স্ত্রী রাবেয়া বেগম(৪০), তানিয়া সোলতানা(৬) ও বুলবুল জন্নাত(৩০) কে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। বানিয়ারচড়া পুলিশ ফাঁড়ির ইনসার্জ(ভারপ্রাপ্ত) খোকন রুদ্র জানান, লরীর একটি চাকা ফেটে গিয়ে লরীটি অপর দিক থেকে আসার সিএনজি অটোরিকশার উপর তুলে দিলে ঘটনাস্থলে সিএনজিতে থাকা ২ মহিলা নিহত হন।আহত আরও ৪ জনকে চমেক হাসপাতালে চিকিৎসার পাঠানো হয়েছে। দূর্ঘটনা কবলিত গাড়ী দুটি জব্দ করে ফাড়িতে রাখা হয়েছে।জব্দকৃত গাড়ীর বিষয়ে আইিনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।