এ ঘটনায় গুরুতর আহত দুদু মিয়া(৪৭), তার স্ত্রী রাবেয়া বেগম(৪০), তানিয়া সোলতানা(৬) ও বুলবুল জন্নাত(৩০) কে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। বানিয়ারচড়া পুলিশ ফাঁড়ির ইনসার্জ(ভারপ্রাপ্ত) খোকন রুদ্র জানান, লরীর একটি চাকা ফেটে গিয়ে লরীটি অপর দিক থেকে আসার সিএনজি অটোরিকশার উপর তুলে দিলে ঘটনাস্থলে সিএনজিতে থাকা ২ মহিলা নিহত হন।আহত আরও ৪ জনকে চমেক হাসপাতালে চিকিৎসার পাঠানো হয়েছে। দূর্ঘটনা কবলিত গাড়ী দুটি জব্দ করে ফাড়িতে রাখা হয়েছে।জব্দকৃত গাড়ীর বিষয়ে আইিনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৩,/রাত ৯:১৫