স্পোর্টস ডেস্ক : দিনকয়েক আগে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছিলেন, ম্যানচেস্টার সিটির সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি বাড়াচ্ছেন পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্দো সিলভা। তার কথাই সত্যি হলো। গত মৌসুমে ট্রেবলজয়ী সিটির সঙ্গে এক বছরের জন্য নতুন চুক্তি করেছেন ২৯ বছর বয়সী পর্তুগিজ তারকা।
নতুন এই চুক্তি অনুযায়ী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ইতিহাদেই থাকবেন সিলভা। এর আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। ম্যানচেস্টার সিটি এক বিবৃতিতে সিলভার সঙ্গে নতুন চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
২০২১-২২ মৌসুমের পর থেকেই সিলভার সিটি ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। নতুন চ্যালেঞ্জ নিতে ক্লাব ছাড়তে চান তিনি। সে সময় বার্সেলোনার সঙ্গে সিলভার নাম জড়িয়ে গুঞ্জন ছড়িয়েছিল। বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ দলে চান এই পর্তুগিজকে। কিন্তু শেষ পর্যন্ত আর সেই গুঞ্জন সত্যে রূপ নেয়নি।
গত মৌসুমে সিটি ট্রেবল জেতার পর সিলভার সিটি ছাড়ার গুঞ্জন আরও জোরালো হয়। লিওনেল মেসি পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিলে তাকে কিনতে আগ্রহ প্রকাশ করে লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে এই পর্তুগিজ বার্সেলোনার প্রতি আকৃষ্ট থাকায় সে গুঞ্জন তো ছিলই।
দলবদলের বাজারে আলোড়ন তোলা সৌদি লিগও এই পর্তুগিজকে ডেরায় ভেড়াতে আগ্রহী ছিল। সৌদি ক্লাব আল হিলাল বছরে আট কোটি ইউরো বেতনের প্রস্তাব দিয়েছিল তাকে, যা তাকে বিশ্বের অন্যতম বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ে পরিণত করত।
তবে সোনার ডিম পাড়া হাঁসটাকে ধরে রাখতে সিটিও আপ্রাণ চেষ্টা চালিয়েছে। আল হিলালের মতো আকাশচুম্বী না হলেও নতুন চুক্তিতে আর্থিকভাবে বেশ লাভবান হবেন সিলভা। সে কারণেই নতুন প্রস্তাবে রাজি হয়ে আরও এক মৌসুম সিটিজেনদের ডেরাতেই থাকছেন তিনি।
২০২৬ সাল পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে থাকছেন বার্নার্দো সিলভা। ছবি: টুইটার
২০১৭ সালে লিগ ওয়ানের দল মোনাকো থেকে সিলভাকে ম্যানসিটি দলে ভিড়িয়েছিল। দ্রুতই পারফরম্যান্স দিয়ে পেপ গার্দিওলার দলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হন তিনি। সময়ের অন্যতম সেরা এই মিডফিল্ডারের গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে ওঠার আশ্চর্য ক্ষমতা আছে। গত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেই তার এই ক্ষমতার প্রমাণ রেখেছিলেন তিনি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে নিজেদের মাঠে দ্বিতীয় লেগের খেলায় ৩৭ মিনিটের মধ্যে জোড়া গোল করে দলকে ফাইনালে তুলেছিলেন।
সিটির হয়ে এখন পর্যন্ত সব মিলিয়ে ৩০৮টি ম্যাচ খেলে ৫৫টি গোল করেছেন সিলভা। সহায়তা করেছেন আরও ৫৩টি গোলে। তবে গোলসংখ্যা দিয়ে সিলভার গুরুত্ব পুরোপুরি বোঝা যাবে না। সিটির স্কোয়াডের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন তিনি। ক্লাবটির হয়ে গত মৌসুমে ট্রেবল জেতেন তিনি। সব মিলিয়ে পাঁচটি প্রিমিয়ার লিগ শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগসহ বেশ কয়েকটি শিরোপা জিতেছেন।