জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “পুলিশই জনতা জনতাই পুলিশ এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়ন এলাকায় পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক সহ যেকোন ফৌজদারী অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ আগষ্ট) দুপুরে রামগড় থানার আয়োজনে উপজেলা টাউন হলে বিট পুলিশিং সভায় রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবাগত খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।রামগড় থানায় পৌছলে রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন, রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মিজানুর রহমান ফুলেল শুভেচ্ছা জানান।পরে থানা প্রাঙ্গণে রামগড় থানার অফিসার ইনচার্জ মো.মিজানুর রহমান – এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) কে “ গার্ড অব অনার প্রদান করেন ।
এছাড়া পুলিশ সুপার রামগড় থানা পরিদর্শন, থানায় বৃক্ষ রোপণ ও রামগড় স্থলবন্দর এলাকায় ইমিগ্রেশন ভবন ও মৈত্রীসেতু-১ পরিদর্শন করেন।স্বাগত বক্তব্য রাখেন রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. মিজানুর রহমান উপজেলা সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরীর সঞ্চালনায় সভায় রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, রামগড় পৌর মেয়র রফিকুল আলম কামাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।সভায় পুলিশিং কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথি,র বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কে যে কোন তথ্য দিয়ে সহযোগিতার করার আহবান জানিয়ে তিনি আরো বলেন, সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।