বিশ্বজিত সরকার বিপ্লব,গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালে বিনামূল্যে ঔষধ বিতরণ ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেছেন।হাসপাতালের প্রতিষ্ঠাতা গৌরনদীর বাসিন্দা লন্ডন প্রবাসী ব্যারিষ্টার মনির হোসেনের আমন্ত্রনে সারাদিয়ে মঙ্গলবার সকাল পৌনে দশটায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক মাঠে অবতরন করেন সাকিব।
এসময় গৌরনদীর সর্বস্তরের জনতা প্রিয় ক্রিকেটারকে অভ্যর্থনা জানান।এরপরই গৌরনদীর সুন্দরদী গ্রামের আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালে বিনামূল্যে ঔষধ বিতরণ ও রক্তদান কর্মসূচিতে অংশগ্রহন করেন। প্রিয় ক্রিকেটারকে এক নজর স্বচোখে দেখার জন্য হাসপাতাল চত্বরে হাজার হাজার সাকিব ভক্তরা ভীর জমান। এসময় হাসপাতালের দোতলা থেকে হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানান সাকিব।দুপুর সাড়ে বারটার দিকে তিনি ঢাকায় ফিরে যান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত চিত্র নায়ক নিরব, আন্তর্জাতিক মেকাপ আর্টিষ্ট সেলিনা মনির প্রমূখ।
কিউএনবি/অনিমা/২২ অগাস্ট ২০২৩,/রাত ৯:২৩